Dr. Neem on Daraz
Victory Day

সরকার করোনা নিয়ে রাজনীতি করছে : মান্না


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৩, ২০২০, ০৫:০৫ পিএম
সরকার করোনা নিয়ে রাজনীতি করছে : মান্না

ঢাকা : আওয়ামী লীগ সরকার করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না।করোনা নিয়ে রাজনীতি করছে ব‌লে মন্তব‌্য করেছেন নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার ( ১৩ মার্চ) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে করোনাভাইরাস বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য ক‌রেন।

করোনাভাইরাস প্রসঙ্গে মান্না বলেন, আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দেশে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছে বাংলাদেশে মহামারির মত সংকট নেই। তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সঙ্কট মোকাবেলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।

নিজে সচেতন থাকাই ভালো উল্লেখ করে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে সরকার এতই যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেনো? যেকোনো সময় হাত ধোয়া যায় সেই জাতীয় লিকুইড ক্যামিকেল একটিও বাজারে নাই। সরকার এ বিষয়ে কিছু করেনি। সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকে আমাদের রক্ষা করতে পারবে না। ওরা ভোট নিয়ে মিথ্যাচার করে। ওরা মানুষের ভোট ডাকাতি করে নিয়ে যায়। মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। এখন করোনা নিয়ে রাজনীতি করছে। করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আন্তরিকভাবে আমরা চাই করোনাভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকারে বিস্তার না করে। একই সাথে আমরা বলতে চাই করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে যেমন আমরা কষ্ট পাবো ঠিক তেমনি বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়া মারা গেলে আমরা ক্ষুব্ধ হবো।

মান্না বলেন, বাংলাদেশের করোনাভাইরাসের রোগী ৮ তারিখে ঘোষণা হয়েছে। ৮ তারিখে ঘোষণা দিয়ছেন সেই রোগী তারা কবে শনাক্ত করেছেন? যারা আক্রান্ত হয়েছেন তাদের একজন ২৬ তারিখে এয়ারপোর্টে দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। উনি কি সেদিন শনাক্ত হয়েছেন? যদি শনাক্ত হয়ে থাকেন তাহলে ২৭ তারিখ ২৮ তারিখে বলা হবে না কেন? তার কথা ৮ তারিখে বলা হলো কেন? দ্বিতীয় যে যাত্রী শনাক্ত  হয়েছেন তিনি কবে ইতালি থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? উনি কি এয়ারপোর্টে শনাক্ত হয়েছেন? এয়ারপোর্টে শনাক্ত হলে কোথায় শনাক্ত হলেন? সারা বাংলাদেশের মধ্যে একমাত্র মহাখালী ছাড়া কোথায় শনাক্ত করার জায়গা আছে?

বাংলাদেশ ৩ জন ব্যতীত করোনায় আক্রান্ত আর কেউ নেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই সেই নিশ্চয়তা আপনি কিভাবে পেয়েছেন? 

এ আলোচনা উপস্থিত ছিলেস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

 

আগামীনিউজ/সুশান্ত/হাসি


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে