Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ কাল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৮:২৮ পিএম
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ কাল

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেয়া হবে আগামীকাল রোববার (১ মার্চ)।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) এই নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে মনোনয়ন দাখিলকারী ৬ প্রার্থীর মধ্যে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এ তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ আসনে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

তিনি জানান, আওয়ামী লীগ-বিএনপি, জাপাসহ ছয় প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে অংশ নিতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু কেউ প্রত্যাহার করেননি।   রোববার সকাল ১১টায় ইটিআই ভবনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা-১০ আসনে আগামী ২১ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

ঢাকা-১০ আসন উপনির্বাচনের ছয় প্রার্থী হলেন- আওয়াগী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করতে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে ঢাকা-১০ আসনটি শূন্য হয়।

আগামীনিউজ/মিঠু/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে