Dr. Neem on Daraz
Victory Day

সহ্য-ধৈর্যের সীমা শেষ পর্যায়ে : গয়েশ্বর


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:০৭ পিএম
সহ্য-ধৈর্যের সীমা শেষ পর্যায়ে : গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আদালত ও প্রধানমন্ত্রীর কার্যালয় একই পথে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা জরুরি। সেই চিকিৎসা দেশ-বিদেশের যেখানেই হোক মুক্ত অবস্থায় হতে হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও খালেদা জিয়ার মুক্তি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সহ্য-ধৈর্যের একটা সীমা থাকে। সেই সীমা শেষ পর্যায়ে, আমাদের পেছনে দেয়াল, পেছানোর জায়গা নেই। তাই এখনই সতর্ক হতে হবে। দেশ, দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এগিয়ে যেতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ ভারতবর্ষে গণতন্ত্র থাকলেও বাংলাদেশে উধাও। কারণ, এ দেশের বর্তমান শাসকরা তাদের সহযোগিতায় টিকে আছেন।’

তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত অনেক দিবস নির্ধারিত হয়েছে। আসুন আমরা বাংলাদেশকে রক্ষা করার দিবস, গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার দিবস নির্ধারণ করি। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে