Dr. Neem on Daraz
Victory Day

নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড চায় ১৪ দল


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৩:৩১ পিএম
নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড চায় ১৪ দল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে আমরা কোনো নারী নির্যাতন দেখতে চাই না, কোনো শিশু নির্যাতন দেখত চাই না, কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বলেন, আজকে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাহলে কেন একটি পাশবিক শক্তিকে দমন করতে পারব না? শেখ হাসিনার কঠিন নেতৃত্ব কোনো অপরাধীকে ছাড় দেয়া হয় নাই, ছাড় দেয়া হচ্ছে না। সে যেই হোক।

তিনি বলেন, আজকে বলতে চাই, ১৫ আগস্টের খুনিদের, ৪ নেতার হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল খালেদা জিয়া। বিএনপি-জামায়াতের সৃষ্ট সেই পশুদেরও শেখ হাসিনার আমলে খাতির করা হয় নাই। তাদের বিচার করা হয়েছে। সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তাহলে কেন আমরা শিশু নির্যাতনকারীদের দমন করতে পারব না?

আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, আমি আইনমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতে চাই, দ্রুত বিচার আইন তো আছে, তারপরেও আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আরো কম সময়ের মধ্যে দ্রুত বিচার করে নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড দিতে হবে, এটা ১৪ দলের দাবি।

নাসিম বলেন, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, শিশু নির্যাতনকারীরা পশুর থেকেও অধম। এদের ছাড় দেয়া হবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘পহেলা মার্চ স্বাধীনতার পক্ষের শক্তি, দেশের সমস্ত মানুষ, নারী-পুরুষ শিখা চিরন্তনে আসুন। আমাদের নতুন কর্মসূচি পহেলা মার্চ বিকাল ৩টায়, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। শিখা চিরন্তনের সামনে আমরা অঙ্গীকার করব, স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটিও নারী নির্যাতন হতে দেব না। হলে কঠোর বিচার করা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধু সেই জন্মশতবার্ষিকীর মূহুর্তে সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউ থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সব অন্ধকারকে দূর করব। অন্ধকার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত হবে।’

অতীতের মতো বিএনপি-জামায়াত চক্রান্ত করলে তাদের আবারো পরাস্ত করব বলেও যোগ করেন নাসিম। সভায় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে