ঢাকা : আওয়ামী লুটপাট এখন আর শুধু শেয়ার বাজারে সীমাবদ্ধ নেই। এখন জনগণের পকেট কাটতে নতুন নতুন ব্যাংক অনুমোদন দিচ্ছে সরকার। ব্যাংকে ব্যাংকে সয়লাব এখন দেশ। কথাগুলো বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিএনপির নয়াপল্টন অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘দেশে চারদিকে লুটপাটের মহামারী চলছে। সরকারের লোকজন যে যেভাবে পারছে বেপরোয়াভাবে লুটে নিচ্ছে জনগণের অর্থ সম্পদ। রোববারও (৯ জানুয়ারি) আওয়ামী লীগের এক নেতার নামে অনুমোদন দেয়া হয়েছে বেঙ্গল কমার্শিয়াল নামে একটি ব্যাংক। এই ব্যাংকগুলো করা হচ্ছে জনগণের পকেট কাটার জন্য।’
তিনি বলেন, ‘একদিকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীরা উপর মহলের সহযোগিতায় ব্যাংক খুলে বসে আছে-জনগণ টাকা জমা দিলে সেগুলো মেরে খাচ্ছে। কি ভয়ংকর অবস্থা! রীতিমত রাক্ষসরাজ্যে পরিণত করা হয়েছে দেশকে।’
বিএনপির এই নেতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জানেন, রাজনৈতিক স্টান্ডবাজি করতে গিয়ে সরকার যে বিশাল বাজেট তৈরী করেছিল, তার জন্য অর্থের সংস্থান করতে পারছে না। আমদানি-রফতানি মুখ থুবড়ে পড়েছে, রাজস্ব আয় কম হচ্ছে, সঞ্চয়পত্র থেকে আয় চলে এসেছে নগণ্য পর্যায়ে, ফলে সরকার চলছে ব্যাংক থেকে টাকা ধার করে।’
আগামীনিউজ/রাফি/সবুজ