আগামীকাল পহেলা ফেব্রুয়ারি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ইতিমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদেরও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুই সিটির ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার অপেক্ষায়। তবে প্রার্থীরা কে, কোথায় ভোট দেবেন তা এক নজরে দেখে নেয়া যাক।
আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে নিজের ভোট প্রদান করবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
আর এই সিটি করপোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ভোট দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অন্যদিকে সকাল ৮টায় মানারত ইন্টারন্যশনাল স্কুলে ভোট দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
একই সময়ে সকাল ৮টায় উত্তরা ৪ নম্বর সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুলে ভোট দেবেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
এদিকে সেক্টর ৫ উত্তরার আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আগামীকাল সকাল সাড়ে ৯টায় লালবাগের আমলীগোলা প্রাথমিক বিদ্যালয়ে তার ভোট প্রদান করবেন।
অন্যদিকে বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত মেয়র প্রার্থী মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ দুপুর ১২টায় যাত্রাবাড়ী আইডিয়ালে ভোট দেবেন।
দুই সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, প্রার্থীরা সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে তারা ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন।
দুই সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ সুষ্ঠু করতে ইতিমধ্যে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।
আগামীনিউজ/ডিএম/এনএ