ফাইল ছবি
ঢাকাঃ জোট নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাথে আমাদের জোট-মহাজোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছি। নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে। আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নয়।
শনিবার (১৬ ডিসেম্বর) বনানী জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাথে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদের তিনশ আসনেই প্রার্থী থাকবে। একটা সিটও আমরা প্রত্যাহার করব না। নির্বাচনে ফাইট করব। প্রত্যেক রাজনৈতিক দলের একটা কৌশল থাকে। আমাদেরও কৌশল আছে। সব কৌশল তো আমরা প্রকাশ করব না।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে এই হুমকি দেওয়া হয়েছে। জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যনকে হুমকি দেওয়া হয়েছে বা জিডি করেছেন বিষয়ে আমার জানা নেই। তবে এই ধরনের হুমকি আমিও প্রতিনিয়ত পাচ্ছি। আমার মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব হুমকি-ধামকির পরোয়া করি না।
এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে গত বুধবার জিএম কাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে। শনিবার জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয় তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরেও যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। আমরা তদন্ত করছি।
এমআইসি