Dr. Neem on Daraz
Victory Day

‘পরিস্থিতি’ তৈরি হলে ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৫:৩৮ পিএম
‘পরিস্থিতি’ তৈরি হলে ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

ঢাকাঃ জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনে এসেছে এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে কোনো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন বর্জনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এছাড়া ক্ষমতাসীন দলের সঙ্গে আসন নিয়ে কোনো সমঝোতা নয়, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে দর কষাকষি করছেন বলেও জানান জাপা মহাসচিব।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুন্নু এসব কথা বলেন।


জাপা মহাসচিব বলেন, ‘মাঠে থাকতে নির্বাচনে এসেছি। তবে যদি কোনো উদ্ভুত পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচন বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’


চুন্নু বলেন, ‘আমরা সুষ্ঠু ভোটের পরিবেশের নিশ্চয়তায় সবচেয়ে বেশি জোর দিচ্ছি। নির্বাচনে কোনো দলের সঙ্গে এখনো সমঝোতা হয়নি। তবে রাজনীতি ও নির্বাচনী কৌশলে শেষ বলে কিছু নেই। যেকোনো সিদ্ধান্ত দলের প্রয়োজনে, নির্বাচনের স্বার্থে হতে পারে। যেকোনো কিছুই হতে পারে। আসন নিয়ে কোনো আতাত তো হয়নি।’

ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির ভোটাররা নিরীহ, আওয়মী লীগের ভোটাররা শক্তিশালী। নিরীহ ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারেন, তাহলে ভালো রেজাল্ট হবে আশা করছি। প্রার্থীরা প্রতীকের জন্য অপেক্ষা করছেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইশতেহারের কাজ শেষ হয়ে গেছে, সেটা প্রিন্টও হয়ে গেছে। প্রতীক বরাদ্দের আগে যে কাজগুলো আছে সেগুলো আমরা করছি। সংখ্যাগরিষ্ঠ আসন পাবো ইনশাল্লাহ, সরকার ফল করার মতো। ১৫১টির বেশি আসন পেতে পারি, আমরা সরকার গঠন করতে চাই।’

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে