Dr. Neem on Daraz
Victory Day

লাল-সাদা চিঠি দিয়ে সরকারকে টলানো যাবে না : হানিফ


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:৩৬ পিএম
লাল-সাদা চিঠি দিয়ে সরকারকে টলানো যাবে না : হানিফ

ঢাকাঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, তারেক রহমান এখন জঙ্গী দলের নেতা হিসেবে যা বলছে তা তার দলের নেতাকর্মীরা ভাবতে পারে। কিন্তু জনগণ ও সরকার এ নিয়ে কিছু ভাবে না। আত্মগোপনে থেকে বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করাই তাদের কাজ। কোনো লাল চিঠি কিংবা সাদা চিঠি দিয়ে এই সরকারকে টলানো যাবে না। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করবে।

রোববার (৩ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ আরও বলেছেন, বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই। তারা এখন সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মত হয়ে গেছে। এখন বিএনপি মাগুরা স্টাইলের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করছে। কিন্তু মাগুরা স্টাইলের নির্বাচনটা করেছিল ওই বিএনপিই। এর জন্য তারা এখনও জাতির কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগ অন্য কোনো স্টাইলে নির্বাচন করে না। সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি কেউ মনে করেন ভোট বন্ধ করে কোনো প্রভু কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে সেই স্বপ্ন দিবা স্বপ্ন হয়েই থাকবে। ২০১৪ সালেও বিএনপি নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করেছে। কোনো লাভ হয়নি।

এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে