Dr. Neem on Daraz
Victory Day

আমি আপনাদের সন্তান, সেবার সুযোগ দিন : ইশরাক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ১২:৩৩ পিএম
আমি আপনাদের সন্তান, সেবার সুযোগ দিন : ইশরাক

নিজেকে ঢাকাবাসীর সন্তান উল্লেখ করে সেবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে ইশরাক এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশরাক হোসেন বলেন, আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে রাজধানীবাসীর সেবা করার প্রত্যাশায় আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করে আমি আপনাদের বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই।

তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান। আপনাদেরই সন্তান। আপনাদের আপনজন। আপনাদের সুখ-দুঃখের সাথে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঢাকা আমাদের আনন্দ-বেদনা, হাসি-কান্নার মমতামাখা গর্বের মহানগরী। এই ঐতিহাসিক নগরীর সন্তান হিসেবে আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বিশ্বমানের বাসযোগ্য অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা।’

‘এ লক্ষ্যে আমার নিজস্ব চিন্তা-চেতনা, স্বপ্ন-ভাবনা ও প্রত্যাশার কাঠামো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের সহযোগিতা পেলে তা আরো বাস্তব, প্রায়োগিক ও নাগরিকবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি একান্তভাবে আশা করি, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ  দেবেন।’

তিনি বলেন, আপনারা জানেন এই শহরেই আমার বেড়ে ওঠা। আমার কৈশোর-যৌবন আপনাদের সাথেই কেটেছে। আমি ঢাকার সন্তান। ঢাকাই আমার আদি নিবাস। আপনারাই আমার স্বজন। আমি জানি আমাদের চারপাশে রয়েছে অনেক সমস্যা। অনেক অসমতার উদাহরণ। কিন্তু সমস্যার উল্টোপিঠেই আছে সমাধান। খুঁজে নিতে হবে সেগুলোর। এগিয়ে আসতে হবে সততার সঙ্গে। আমার স্বপ্ন সবাইকে সাথে নিয়ে ঐতিহ্য আর আধুনিকতার সম্মিলনে একটি অত্যাধুনিক ঢাকা গড়া।

বিএনপির এ মেয়র প্রার্থী বলেন, সব মতাদর্শের ঐকতান রচনার জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় এবং পারস্পারিক বোঝাপড়ায় সেতুবন্ধন রচনা করে সব ধরনের বৈষম্য ও ভেদবুদ্ধির বেড়াজালকে অতিক্রম করে বিভাজন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এবং নতুন ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্বমানের মহানগরী উপহার দেয়াই আমার স্বপ্ন। প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের প্রাণশক্তি কাজে লাগিয়ে শুরু করতে চাই আমাদের পথচলা ঢাকা। দক্ষিণকে গড়তে চাই আধুনিক, বাসযোগ্য এবং আদর্শ নগরী হিসেবে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, ড. খোন্দকার মোশাররফ হোসেন, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম খান, অধ্যাপক নুরুল আমিন বেপারী, সুব্রত চৌধুরী, ইকবাল হাসান টুকু, সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ড. মাহবুল্লাহ, আবদুস সালাম, হাবীব উন নবী খান সোহেল, আফরোজা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাসার, আবদুল্লাহ আল নোমান, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরআর/ডিএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে