Dr. Neem on Daraz
Victory Day

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৫:২২ পিএম
আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

ঢাকাঃ সরকার পতনের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে থাকা বিএনপি নতুন করে আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়।

হরতাল শেষে এক দিনের বিরতি দিয়ে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোরে। দ্বিতীয় দফা অবরোধের মধ্যেই নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা এলো ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষ থেকে।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা অবরোধের শেষ দিনেও সারাদেশে বেশ কিছু গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে