Dr. Neem on Daraz
Victory Day

বিএনপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় ইইউর উদ্বেগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৭:৩৮ এএম
বিএনপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় ইইউর উদ্বেগ

ঢাকাঃ গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালীন সংঘাত ও সহিংসতাকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইইউ পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরের এমন উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জোসেপ বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করার বিষয়টি গুরত্বপূর্ণ উল্লেখ করে বোরেল বলেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ।’

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে