ঢাকাঃ কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একইসঙ্গে তিনি যথাযথ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদ মাধ্যমে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো বিবৃতিতে এ দাবি জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিদিন সড়ক, রেল ও নৌ পথে ঝরছে অসংখ্য প্রাণ। এত মানুষের প্রাণহানির পরও সরকারের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। তারা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত। জনগণের জানমালের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই সরকারের হাতে দেশের জনগণ নিরাপদ নয়।
তিনি বলেন, ভৈরবে এগারসিন্দুর ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আমি এবং আমার দল নাগরিক ঐক্য গভীরভাবে শোকাহত। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
এমআইসি