Dr. Neem on Daraz
Victory Day

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : লিয়াকত শিকদার


আগামী নিউজ | মকিবুল মিয়া প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১০:৪৭ পিএম
শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : লিয়াকত শিকদার

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত মধুখালী বাজার সদরের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার। এ সময় তিনি বলেন, এই মধুখালীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরের যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন ধরে রাখতে হলে মধুখালী বাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা বঙ্গবন্ধুর আদর্শের মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয় করে এমপি বানাবেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলেই আমাদের মধুখালীর উন্নয়ন, শিক্ষা, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি নিশ্চিত থাকবে। সেই লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আগামী দিনে সৎ, দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারবে। জনগণকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে তিনিই যেন, এমপি নেতৃত্বে এলাকায় আসে। সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।


এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন গণসংযোগ- এ উপস্থিত ছিলেন সাবেক ছাএলীগ নেতা শাহরিয়া রুমি রনি, ওয়ার্ড কমিশনার তৌফিক শরাফী সেতু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আজাহার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আলমগীর হোসেন, ঢাকা মহানগর উওর স্বেচ্ছাসেবক লীগের ত্রান বিষায়ক সম্পাদক হেদায়েত হোসেন আকাশ, বাঙলা   কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানিক চৌধুরী, সানজিত হাসনাত সৌরভ, আমিনুর রহমান , শেখ রইচ প্রমুখ।

মকিবুল/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে