Dr. Neem on Daraz
Victory Day

গণঅধিকারের সাবেক যুগ্ম সদস্য সচিব কারাগারে


আগামী নিউজ | আদালত প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৫:১৭ পিএম
গণঅধিকারের সাবেক যুগ্ম সদস্য সচিব কারাগারে

ঢাকাঃ পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৯ আগস্ট) এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক খান মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষেতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায়, গত মঙ্গলবার (১৫ আগস্ট) একদিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে