ঢাকাঃ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিরোধী রাজনৈতিক দলগুলো। শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করবে বিরোধীদলগুলো।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই মিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ দিন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এতে জোটের নেতা আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জোনায়েদ সাকি অংশ নেবেন।
একই দিন বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট। বিকেল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
এছাড়া গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) বিজয় নগর আর গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল করবে। অন্যদিকে গণফোরাম ও পিপল পার্টি যৌথভাবে আমারবাগ গণফোরামের অফিসের বিকেল ৪টায় গণমিছিল করবে।
এমআইসি