ফাইল ছবি
ঢাকাঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) দেশে ফিরবেন।
দুপুর ১২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
সোমবার (৭ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ কথা জানিয়েছেন।
তিনি জানান, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দেশে ফিরবেন। আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
এ সময় বিরোধীদলীয় নেতার পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ তাঁর সফরসঙ্গী হবেন বলেও জানিয়েছেন বিরোধীদলীয় নেতার এপিএস মামুন।
এর আগে গত ৫ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান রওশন এরশাদ।
বুইউ