Dr. Neem on Daraz
Victory Day

কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০২:৩৪ পিএম
কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ শোকের মাস আগস্ট উপলক্ষ্যে কৃষক লীগের আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১৫১ জন নেতা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী রক্তদাতাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কৃষক লীগের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর আগস্ট মাসে আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকি। সেটি কৃষক লীগ আগস্টের প্রথম দিন আয়োজন করে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভা সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

কৃষক লীগ জানায়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে