Dr. Neem on Daraz
Victory Day

মিছিল নিয়ে ইসি অভিমুখে নুরের দল, পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০২:২৫ পিএম
মিছিল নিয়ে ইসি অভিমুখে নুরের দল, পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান

ঢাকাঃ দলের নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করার কর্মসূচি পালন করছে নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

পুলিশের বাধায় বর্তমানে বাংলামোটর মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

এ সময় নুরুল হক নুর বলেন, আপনার যারা ইসি কার্যালয় ঘেরাও করতে এসেছেন তারা এখানে বসে পড়েন। 

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আজ প্রশাসনসহ পুলিশ ভাইদের অনুরোধ করবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে এখান থেকে মিছিল নিয়ে যাবো। আমরা আজ সরকার পতনের চূড়ান্ত দফা আদায়ে নামিনি। আমরা ইসির প্রতি ধিক্কার জানিয়ে, প্রতিবাদ জানিয়ে কমিশন অভিমুখে যেতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা (আইনশৃঙ্খলা বাহিনী) সর্বোচ্চ নির্বাচন কমিশন ঢুকতে আমাদের বাধা প্রদান করতে পারেন। এর আগে রাস্তায় কোথাও বাধা দিয়ে, উসকানি দিয়ে পরিস্থিতি অবনতি করবেন 
না। এখানে যারা আছে সবাই ছাত্র-যুবক-তরুণ। এই অদম্য তারুণ্যেকে বন্দুকের নল দেখিয়ে কামানের ট্যাংক দেখিয়ে দমানো যাবে না। আপনারা যদি উসকানি দেন তাহলে পরিস্থিতি খারাপ হবে।’

এদিকে নুরের দলের নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে।  

এর আগে গত ১৭ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা। 

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এসময় নিবন্ধন না পাওয়া ১০টি দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে