Dr. Neem on Daraz
Victory Day

রিজভীকে লাঞ্ছিত করা সেই ১১ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৯:১২ পিএম
রিজভীকে লাঞ্ছিত করা সেই ১১ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপির নয়াপল্টন কার্যালয় ভাঙচুর ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লাঞ্ছিত করার কারণে ছাত্রদলের ১১ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের প্রায় ৫ বছর পর সাবেক সেই ছাত্রনেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। বহিষ্কৃত এই ১১ ছাত্রনেতাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেও দেখা গেছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২২ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক এবং আজিজুল হক পাটোয়ারী আজিমকে বহিষ্কার করা হয়েছিল। উল্লিখিত নেতাদের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দ্বন্দ্ব-বিরোধ দূর করে দলকে শক্তিশালী করতে সাবেক এই ছাত্র নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে