ঢাকাঃ নেত্রকোণা-৪ আসনের (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
শুক্রবার (২১ জুলাই) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যথেকে প্রার্থী চূড়ান্ত করা হয়।
ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা বলেন, মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সাবেক সচিব, বর্তমানে আমাদের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিব হিসেবে কাজ করেছেন সাজ্জাদুল হাসান, তাকে নেত্রকোণা-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কে আমলা, কে ব্যবসায়ী, এতকিছু দেখতে গেলে তো... এ দেশে অনেক আমলাই আছেন, অনেক ব্যবসায়ী আছেন, এরা কি রাজনীতি করতে পারবে না?’
সংসদের এই আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট নয়জন। তাদের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের বিভিন্ন উপ-কমিটির সাবেক সদস্য ছিলেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন- আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা শফি আহমেদ, সংস্কৃতি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান এবং ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া।
উল্লেখ্য, নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গত ১১ জুলাই এই আসনটি শূন্য হয়। আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এই আসনে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনটি সিসিটিভিতে পর্যবেক্ষণ করা হবে না।
গত ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। পরে প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৯ জুলাই। সবশেষে প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।
বুইউ