Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ১১:৩৫ এএম
বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

ঢাকাঃ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচন কমিশন পুনর্গঠন এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারপোর্ট, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত নিয়ে আসবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা শুরু করে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করবে।

যুগপৎভাবে অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ অন্যান্য জোটগুলো অংশ নেবে।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, বিএনপির বাইরেও ৩৭ টি দল যুগপৎভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে।

আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

এদিকে রাজধানীর বাইরে ও বিভিন্ন মহানগরীতে পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

খুলনায় মহানগর বিএনপির দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


চট্টগ্রাম মহানগর দলীয় অফিসের সামনে থেকে শুরু হতে যাওয়া পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রংপুর বিভাগের দিনাজপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দুপুর ২টায় শুরু হবে পদযাত্রা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায়, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে বেলা ১১টায়, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায়, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে, একইস্থান থেকে ১২ দলীয় জোট বিকেল ৪টায়, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় অফিসের সামনে থেকে এবং বাংলাদেশ সাধারণ ছাত্র গণঅধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে পদযাত্রা শুরু করবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে