Dr. Neem on Daraz
Victory Day

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৮ পদে জায়গা পেলেন যারা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ১১:৪২ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৮ পদে জায়গা পেলেন যারা

ফাইল ছবি

ঢাকাঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন আটটি পদ যুক্ত হয়েছে। এসব পদের সঙ্গে উপপদ রয়েছে আরও ২৬টি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত এই কমিটিতে নতুন যে আটটি পদ যুক্ত হয়েছে, সে কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটিতে নতুনভাবে যুক্ত হওয়া পদগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদকের পদ।

এরমধ্যে কমিটিতে অটিজম বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন সৌরভ ঘোষ। এ পদের সঙ্গে উপ-অটিজম বিষয়ক পদ রাখা হয়েছে পাঁচটি। পাশাপাশি মানবাধিকার বিষয়ক সম্পাদক করা হয়েছে হারুনুর রশিদকে। আর উপ-মানবাধিকার বিষয়ক পদ রাখা হয়েছে তিনটি। সেই সঙ্গে মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন জহিরুল ইসলাম। এর সাথে উপ-মাদরাসা বিষয়ক সম্পাদকের পদ রাখা হয়েছে তিনটি।

এদিকে, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন রাকিব সিরাজী। আর উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদকের পদ আছে তিনটি। পাশাপাশি ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন নোশিন শর্মিলী। এর সঙ্গে উপ-ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন আরও তিনজন। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন রাইসা নাসের। আর উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন তিনজন।

অন্যদিকে, পূর্ণাঙ্গ কমিটিতে উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন শাহ আদন-উজ্জামান। এর উপ পদ রাখা হয়েছে তিনটি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন ইমরান হোসেন সাগর। এই পদের সঙ্গেও উপ পদ রয়েছে তিনটি।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে