Dr. Neem on Daraz
Victory Day

অতি ঝুঁকিপূর্ণ ১১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর দাবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৪:৪৪ পিএম
অতি ঝুঁকিপূর্ণ ১১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর দাবি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবুল সংশ্লিষ্ট ১১টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ দাবি করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর আবেদন পত্রটি পাঠানো হয়। এর একটি অনুলিপি দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের নিকট পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম বাবুল প্রতীক ঠেলাগাড়ী মার্কা ভোটকেন্দ্রের কাছে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় ভোটের সময় এই সকল ক্যাম্প থেকে ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। বিধায় জনসাধারণ শান্তিপূর্ণভাবে যাতে ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে পারে তাই অতি গুরুতর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আবেদন।

আবেদনে আরো বলা হয়, আমি সাধারণ ওয়ার্ড ২৯ নং কাউন্সিলর প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ ইং এর আমার নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলো অতি গুরুতর ঝুঁকিপূর্ণ। বিধায় অতি গুরুতর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যাতে জনসাধরণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে ইহার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আপনার নিকট আবেদন করছি। অতি গুরুতর ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহ হলো-

ভোটকেন্দ্রের নম্বর, নাম এবং অবস্থান

১। ৪৯৬ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-১, (২য় তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোটকেন্দ্র-১) ২। ৪৯৭ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-২, (৩য় তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোটকেন্দ্র-২)। ৩।৪৯৮ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-৩, (৪র্থ তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোটকেন্দ্র-৩) ৪। ৪৯৯ ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়-১, পশ্চিম ইসলামবাগ, লালবাগ (২য় তলা) মহিলা ভোটকেন্দ্র-১ ৫। ৫০০ ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়-২, পশ্চিম ইসলামবাগ, লালবাগ (৩য় তলা) মহিলা ভোটকেন্দ্র-২ ৬।. ৫০১ হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (মহিলা ভোটকেন্দ্র-৩) ৭। ৫০২ ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ-১, (নীচতলা ও ২য় তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (পুরুষ ভোটকেন্দ্র-১) ৮। ৫০৩ ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ-২, (৩য় ও ৪র্থ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (পুরুষ ভোটকেন্দ্র-২) ৯। ৫০৪ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-১, (৪র্থ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (পুরুষ ভোট ৩) ১০। ৫০৫ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-২, (নীচ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (মহিলা ভোট ১) ১১। ৫০৬ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-৩, (২য় তলা ও ৩য় তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (মহিলা ভোটকেন্দ্র-২)।

উল্লেখিত কেন্দ্র সমূহে জনসাধারণ শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে তার নাগরিক অধিকার ভোট প্রদান করতে পারে। উপরোক্ত কেন্দ্রে সমূহে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করিতে আপনার সু-মর্জি কামনা করি।

এ বিষয়ে শহীদুল ইসলাম বাবুল আগামী নিউজকে বলেন, নির্বাচনে আমার মার্কা রেডিও। ঠেলাগাড়ি মার্কার জাহাঙ্গীর আলম বাবুল আমার নির্বাচনী প্রচারণায় প্রতিনিয়ত বাধা প্রদান করছে। ভোটকেন্দ্রের আশেপাশে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে শোডাউন করছে। এ বিষয়ে আমি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করেছি।

আগামীনিউজ/এমএস/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে