Dr. Neem on Daraz
Victory Day

কার্যালয়ও ছাড়তে হচ্ছে নুরদের?


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১১:২৫ পিএম
কার্যালয়ও ছাড়তে হচ্ছে নুরদের?

ফাইল ছবি

ঢাকাঃ আভ্যন্তরীণ কোন্দলের জেরে যখন গণঅধিকার পরিষদের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তখন কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। রোববারের (৯ জুলাই) মধ্যে রাজধানীর পল্টনস্থ প্রিতম-জামান টাওয়ারের ৬ষ্ঠ তলার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দেওয়া হয়। সে হিসেবে আজকেই ভবন ছাড়ার কথা গণঅধিকার পরিষদের।

তবে ভবন মালিকপক্ষ নোটিশ দিলেও গণঅধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয় আপাতত ছাড়ছে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। রোববার রাতে তিনি বলেন, ‘আমাদের সাথে ৬ মাসের চুক্তি আছে। আমরা ভবন ছাড়তে ৬ মাসের সময় চেয়েছি। এখন হুট করে বললেই তো আর ছাড়া যায় না। আগামীকালকে আমাদের কাউন্সিল আছে। কাউন্সিল শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে মালিকপক্ষ বলছে ভবন না ছাড়লে আইনের আশ্রয় নিবেন তারা। এ বিষয়ে ওই ফ্লাটের মালিক কর্নেল মিয়া মসিউজ্জামান বলেন, ‘আমরা দুই দিনের মধ্যে তাদেরকে ভবন ছাড়তে নোটিশ দিয়েছি। তারপরেও আমি তাদেরকে মৌখিকভাবে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে তাদেরকে ভবন ছাড়তে হবে। তা না হলে আমি আইনের আশ্রয় নেব।’

চুক্তিতে ছয় মাস উল্লেখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘চুক্তিতে ছয় মাস আছে ঠিক আছে, কিন্তু চুক্তিতে এটাও তো আছে রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত থাকলে কোনো নোটিশ ছাড়াই তাদেরকে বাসা ছাড়তে হবে। তাদের যে সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে মোসাদের সাথে বৈঠক করেছে। এছাড়াও তারা ১৬ মাস ধরে এই ভবনে আছে, এখন পর্যন্ত এক টাকাও ভাড়া দেয়নি। সে হিসেবে তো সেই চুক্তি কার্যকর থাকে না। তারা যদি বাসা না ছাড়তে চায় তবে আমি সমিতিকে অবহিত করবো এবং আইনের আশ্রয় নিব।’


এর আগে, জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি কেন্দ্রীয় অফিসটি ছাড়ার নোটিশটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।


ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণঅধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


এদিকে, আগামীকাল সোমবার (১০ জুলাই) কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ৮ সদস্যের উচ্চতর পরিষদ গঠিত হবে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে