ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ক্ষমতার অপব্যবহার করলে তাদের পার্লামেন্টে ইমপিচ (ক্ষমতাচ্যুত) করার সুযোগ রয়েছে, আমাদের সেটা নেই। এজন্য আমাদের এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে ইমপিচ করতে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়বাদী সংগ্রামী দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
খসরু বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বলছি। কিন্তু আমাদের শুধু বললে হবে না, মাঠে নেমে আন্দোলন করতে হবে। এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফেরা যাবে না।’
তিনি আরো বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের ওপর জনগণের আস্থা নেই। তারপরও কোনোরকম জবাবদিহিতা ছাড়াই সরকার পরিচালিত হচ্ছে। সবাইকে মাঠে নেমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মাহবুব হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবু জাফর, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
আগামীনিউজ/এমওয়াই/এস/এনএনআর