Dr. Neem on Daraz
Victory Day

ইসির সংলাপ বর্জন করল কল্যাণ পার্টিও


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০১:১৯ পিএম
ইসির সংলাপ বর্জন করল কল্যাণ পার্টিও

ঢাকাঃ বাংলাদেশ মুসলিম লীগের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ বর্জন করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোনো প্রতিনিধি আসেনি।

এ বিষয়ে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, আমরা যাইনি, আমরা যাবো না। উনাদের অনুরোধ অফিশিয়ালি রিগ্রেট করেছি। আমরা বলেছি, ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হইলো।

কল্যাণ পার্টি বিরোধী রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে, গত রোববার সংলাপের প্রথম দিনে জোটের আরেক দল বাংলাদেশ মুসলিম লীগও সংলাপে উপস্থিত ছিল না।

মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয়, তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি, এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এ নিয়ে এখন পর্যন্ত দুটি দল ইসির সংলাপে উপস্থিত হলো না। দ্বাদশ নির্বাচনের দেড় বছর আগেই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

দ্বাদশ নির্বাচনের দেড় বছর আগেই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।

এর আগে ইভিএম সংক্রান্ত সংলাপেও যায়নি বিএনপিসহ তাদের জোটভুক্ত দলগুলো। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে