Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির ২ মেয়রপ্রার্থী বিপুল ভোটে জয়ী হবে : মোশাররফ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ১২:১৪ পিএম
বিএনপির ২ মেয়রপ্রার্থী বিপুল ভোটে জয়ী হবে : মোশাররফ

জনগণ সুষ্ঠুভাবে ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারলে বিএনপির দুই মেয়রপ্রার্থী বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় তিনি অভিযোগ করেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিএনপির প্রচার অভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছেন, প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে, বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে আক্রমণ করা হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই প্রার্থী ইশরাক হোসেন ও তাবিদ আউয়াল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. মোশাররফ।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর বিএনপির প্রার্থী
তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেনকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে চতুর্থ দিনের মতো প্রচার শুরু করেছি। ঢাকা মহানগরের এ নির্বাচনে আমরা প্রথম থেকে প্রত্যাশা করেছিলাম যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হয় তাহলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এই সরকার এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনী প্রচারে রঙিন পোস্টার লাগানো যাবে না কিন্তু আমরা দেখছি সরকারদলীয় প্রার্থীরা রঙিন পোস্টার ব্যবহার করছে। তাই এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। ঢাকাবাসী যাতে ভোটকেন্দ্রে যেতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।

তিনি আরো বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায়। আমরা ইভিএম মানি না। ইভিএমে চাই না। বিএনপির প্রচার অভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে, প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে, বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। ভোট ডাকাতির সরকার ইসি কখনই সুষ্ঠু নির্বাচন করতে পারে না। গণতন্ত্রকে সমুন্নত করতে নির্বাচনে এসেছি।

আগামী নিউজ/আরআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে