Dr. Neem on Daraz
Victory Day

কৃষকের আত্মহত্যার সুষ্ঠু বিচার চায় কৃষক দল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৪:১৭ পিএম
কৃষকের আত্মহত্যার সুষ্ঠু বিচার চায় কৃষক দল

ঢাকাঃ কৃষকদের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শেরপুরের নলিতাবাড়ি উপজেলায় সেচ পাম্প স্থাপনের সময় শাসক দলের প্রভাবশালী কর্তৃক বাঁধা দেওয়ায় কৃষক শফিউদ্দিন প্রতিবাদ স্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে মানিকচাঁদ গ্রামে আত্মহত্যা করেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন।

নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফসলের মাঠে এ আত্মহত্যা আমাদের দেশের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নগ্নরূপ প্রকাশ করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে