Dr. Neem on Daraz
Victory Day

আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে মামুনুল হক


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৪:৪৮ পিএম
আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে মামুনুল হক

ফাইল ফটো

নারায়নগঞ্জঃ হেফাজতে ইসলামের হরতালে ঢাকা চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় দলের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
 
সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফৈরদোস এ আদেশ দেন।
 
এর আগে ১২ মে আরও পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন মামুনুল হক।
 
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, হরতালের নাশতার একটি মামলায় হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, ২৮ মে ঢাকা চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে শিমরাইল থেকে সাইনবোর্ড এলাকা পযন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ টি মামলা হয়। গত ১৫ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশের একটি মামলার দায়িত্ব নেয় পিবিআই।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে