Dr. Neem on Daraz
Victory Day

পদ্মাসেতুর ৮৫ শতাংশ কাজ শেষ: কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৩:৫৫ পিএম
পদ্মাসেতুর ৮৫ শতাংশ কাজ শেষ: কাদের

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পদ্মাসেতুর ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ এপ্রিল) সেতু বিভাগের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় যুক্ত হন।

পদ্মাসেতুর নির্মাণকাজ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ইতোমধ্যেই ৪১টি স্প্যান বসানো হয়েছে। এখন রেলওয়ে ও সড়ক পথের স্ল্যাব বসানোর কাজ এগিয়ে চলছে। গত শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত পদ্মাসেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা ৮৫ শতাংশ।

২০২২ সালের জুন মাসে এ সেতুর নির্মাণকাজ শেষ হলে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী বলেন, “রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এয়ারপোর্ট রোড থেকে আশুলিয়া বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত চার লেনের সড়ক ও উড়ালপথ নির্মাণ প্রকল্পের কাজ আশানুরূপ অগ্রগতি হয়নি।”

ওবায়দুল কাদের বলেন, “এই সময়ে দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধ সমালোচনার তীর ছোড়া, সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে