Dr. Neem on Daraz
Victory Day

সিন্ডিকেটের হাতে পণ্যের বাজার তুলে দেয়া হয়েছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৫:৫১ পিএম
সিন্ডিকেটের হাতে পণ্যের বাজার তুলে দেয়া হয়েছে

ঢাকাঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজ, খাদ্য, চিকিৎসা নিশ্চিয়তা ও রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির উদ্যাগে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, বর্তমান সরকার ভারতের কাছে নতজানু। এ জন্য তারা ভারত এবং দেশের সিন্ডিকেটের হাতে পেঁয়াজ, চাল, পাট, চামড়াসহ সকল পণ্যের বাজার তুলে দেয়া হয়েছে। সভায় পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সকলে জন্য কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চিত ব্যবস্থা করা, পাটকল পিপিপির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে আধুনিকায় করে চালু করার দাবি জানানো হয়।

তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। প্রতিনিয়িত বাড়ছে কৃষি উপকরণের দাম। কৃষক কৃষি ফসলে ন্যায্যমূল্য পাচ্ছে না। পূর্বের কোনো ঘোষণা ছাড়াই হটাত করে পেঁয়াজ রফতানি বন্ধে বাজার অস্থিতিশীল করে তুললেও ঠিকই ভারতে সময় মতো ইলিশের চালান পৌঁছে গেছে। সরকার বাজারকে ভারত ও সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, এই মহাসঙ্কটকালীন সময়ে সরকারের অদক্ষতা ও দুর্নীতি দায়ভার শ্রমিকদের ওপর দিয়ে বন্ধ করে দিয়েছে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল। উপার্জনহারা মানুষের ভিড়ে যুক্ত হয়েছে ৫০ হাজার পাটকল শ্রমিক। ৪০ লাখ পাট চাষির জীবন এগুচ্ছে চরম অনিশ্চয়তার দিকে। সরকার ও সেই ব্যবসায়ী সিন্ডিকেট মিলে বাজার লোকসানের মিথ্যা অজুহাত তুলে পাট ও চামড়াকেও ভারতের হাতে তুলে দিয়েছে।

আগামীনিউজ/এমকে

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে