Dr. Neem on Daraz
Victory Day

গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করছি: রিজভী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২০, ০৮:২২ পিএম
গণতন্ত্রের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করছি: রিজভী

ফাইল ছবি

ঢাকা : পরিণতি জেনেও দেশে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিবার্চনে অংশ গ্রহণ করেছি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

আজ রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোননয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পাবনা-৪ আসন উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি।

তিনি বলেন, আমরা জানি নির্বাচন কমিশন ও ভোটের যে একটা সুষ্ঠু ব্যবস্থা সেটা সরকার ভেঙে ফেলেছে। আবার যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, আবার সুষ্ঠু ভোট যাতে দেশে হয়, তারই অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে এই উপ-নির্বাচনে আমরা অংশ নিচ্ছি।

পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন পাবনা জেলার আহবায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দল নেতা মো. আহসান হাবিব।

মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়প্রত্যাশীদের ২৫ হাজার জামানতসহ পুরণকৃত ফরম জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে।

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে