Dr. Neem on Daraz
Victory Day

ফ্লাইট বন্ধের প্রভাব পড়বে অর্থনীতিতে: ফখরুল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ০৬:৪০ পিএম
ফ্লাইট বন্ধের প্রভাব পড়বে অর্থনীতিতে: ফখরুল

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের টেস্ট না করেই ফেক রেজাল্ট দেওয়াতে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশি যাত্রীদের নিচ্ছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে করে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। তার দায় সরকার এড়াতে পারবে না।

শুক্রবার (১০ জুলাই) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক স্মরণে ‘এম এ হক স্বাস্থ্যসেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিস’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবেলায় দেশজুড়ে হিমশিম খাচ্ছে সরকার। দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না। বলেন, করোনা থেকে বাঁচতে সরকারের দিকে তাকিয়ে থাকার আর কোন সুযোগ নেই। যার যার দায়িত্ব নিজেদেরই নিতে হবে এখন।

দেশের এই পরিস্থিতিতে সিলেটে রোগীদের অক্সিজেন ঘাটতি পূরণে মাঠ পর্যায়ে বিএনপি বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে