করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণ আওয়ামী লীগ নেতা-কর্মীরা আত্মসাত ও লুট করছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের ত্রাণ লুটের ঘটনায় সারাদেশে হাহাকার চলছে।
মঙ্গলবার (১৪ এপ্রিয় ) সকালে রাজধানীতে রাজারবাগে একটি সংগঠনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ত্রাণের জন্য হাহাকার করছে খুলনার রেল স্টেশনের শ্রমিকরা। কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছে না। অথচ ক্ষমতাসীন দলের লোকজনদের বাড়িতে চাল বোঝাই হয়ে যাচ্ছে। অথচ এসব খাদ্য সামগ্রী জনগণের টাকায় কেনা, জনগণের জন্য বরাদ্দ।
তিনি বলেন, যখন সব মহল থেকে বলা হচ্ছে যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই মহামারী মোকাবিলা করতে হবে তখন আমরা দেখতে পারছি যে, সরকার একগুয়েমী করছে। ক্ষমতাসীনরা একতরফাভাবে কাজ করতে গিয়ে শুধু নিজের দলের লোকজনদের পেট ভরানোর কাজটা গত ১০ বছর ধরে যেভাবে করছে এখন সেটাই হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, লুটপাটের মধ্য দিয়ে এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা এখনও বলছি যে, জনগণের এই দুর্দশা লাঘব করার জন্য একসঙ্গে এগিয়ে এসে কাজ করতে হবে।
আগামী নিজজ / সুশান্ত/ তাওসিফ