ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনের সম্পৃক্ত হওয়ার জন্য নারীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির শুরুতে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করাই হোক নারী দিবসের শপথ। আমাদেরকে গণতন্ত্র মুক্ত করতে হবে, না হলে নারীর অধিকার ফিরবে না। আর বেগম জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রের মুক্তি আসবে না। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। বাংলাদেশের নারী মুক্তির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বেগম জিয়া।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা জাহানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/রাফি/মিজান