Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনী ব্যবস্থার সংস্কার চান রবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৪:২৯ পিএম
নির্বাচনী ব্যবস্থার সংস্কার চান রবি

বিএনপি নির্বাচনী ব্যবস্থার সংস্কার চায়, সরকারের অপসারণ চায় না। আজকে নির্বাচন কমিশনার বিতর্কিত হয়েছে। সরকার বিতর্কিত নির্বাচন করে ইসিকে প্রশ্নবিদ্ধ করেছে এর দায় সরকারের বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১১ বছরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড পায় না।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাতিরপুল এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

রবি বলেন, আমরা বললেই যদি পৃথিবীর সব লোক মনে করে বিতর্কিত নির্বাচন হয়েছে। সিটি নির্বাচনে ৭৫ ভাগ লোক নির্বাচন বর্জন করেছে, তাহলে আমাদের দাবিই সঠিক। আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি করে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে এবং যেতে ভয় পায় না।

ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে ধানের শীষের এই প্রার্থী বলেন, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থী হিসেবে চেষ্টা করছি। ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনীহা রাষ্ট্র তৈরি করছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিধায় ভোটাররা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা মনে করে ফলাফল আগেই নির্ধারত বা আমি যে প্রার্থীকে ভোট দেব তাকে ভোট দেয়া যাবে না।

উল্লেখ্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেন। এতে ওই আসন শূন্য হয়ে গেলে উপ-নির্বাচন ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুসারে আগামী ২১ মার্চ এ আসনে নির্বাচন হবে।

আগামীনিউজ/রাকিব

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে