Dr. Neem on Daraz
Victory Day

সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান : সোহেল


আগামী নিউজ প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০২:৪২ পিএম
সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান : সোহেল

ঢাকা : আওয়ামী লীগ সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান হয়েছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ করে অবৈধভাবে তারা আর্থিকভাবে ফুলেফেঁপে উঠছেন। আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলের নাম নয়, আওয়ামী লীগ এখন লটারির নাম।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পানির দাম যেটা বাড়িয়েছেন এই মুহূর্তে সেটা প্রত্যাহার করুন, বিদ্যুতের দাম প্রত্যাহার করুন, গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার করুন। অন্যথায় জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেখানে আপনারা ভেসে যাবেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। রাজপথে আন্দোলনেন মাধ্যমে দাবি আদায় করা হবে।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে