ঢাকা : মুজিববর্ষেই রাজনীতিতে ছাত্র শিবিরকে নিষিদ্ধের ঘোষণা চায় ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (২ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এক দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
খুলনা ও নোয়াখালীতে ছাত্রলীগের দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।
আল নাহিয়ান খান জয় বলেন, ‘ডাকসু ভিপি নুরুল হক নুরের আশেপাশে জামায়াত-শিবিরের কর্মীরা ঘোরাফেরা করে।’
তিনি বলেন, ‘আমাদের ছাত্রলীগের একটি কর্মীও বেঁচে থাকতে আমরা কোনো প্রতিষ্ঠানে শিবিরের সন্ত্রাসীদের কার্যক্রম মেনে নেবো না। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা আছে। কিন্তু সেখানে ভিপির সঙ্গে মিশে তারা এখানে শিবিরের রাজনীতি প্রতিষ্ঠা করবে সেটি আমরা মেনে নেবো না।’
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘শিবির যখন ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যা করে, তখন অনেকে চুপ থাকেন। সুশীল সাজেন। তাদের উদ্দেশ্যে বলব, ছাত্রলীগ আছে বলেই আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।’
এসময় তিনি শিবিরের সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
আগামীনিউজ/সবুজ