Dr. Neem on Daraz
Victory Day

‘পাপিয়া কাণ্ডে জড়িত ৪৪ মন্ত্রী-এমপির নাম প্রকাশ করুন’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০২:৫৬ পিএম
‘পাপিয়া কাণ্ডে জড়িত ৪৪ মন্ত্রী-এমপির নাম প্রকাশ করুন’

ঢাকা : মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ নানা অপকর্মের হোতা যুবনেত্রী পাপিয়ারা আওয়ামী লীগেরই সৃষ্টি বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগে এমন আরো অনেক পাপিয়া রয়েছে। এই পাপিয়ার (গ্রেফতার) অপকর্ম শুধুমাত্র নরসিংদীতেই নয়, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

এ সময় তিনি আরো বলেন, পাপিয়ার মোবাইলের কললিস্টে ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে। এছাড়া কাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিবের নেতৃত্বে বিএনপির চিনিশপুরুস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে