Dr. Neem on Daraz
Victory Day

নারী-শিশু নির্যাতন আইন সংক্ষিপ্ত করার আহ্বান নাসিমের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০২:২৬ পিএম
নারী-শিশু নির্যাতন আইন সংক্ষিপ্ত করার আহ্বান নাসিমের

ঢাকা: নারী ও শিশু নির্যাতনকারীদের বিচার দ্রুত করা জন্য এ সংক্রান্ত আইন সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ১৪ দলের এ মুখপাত্র। 

নাসিম  বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আগামী ১ মার্চ থেকে সামাজিক আন্দোলন শুরু করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করেছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব জঙ্গি দমনে তার জীবন বাজি রেখেছেন। সম্প্রতি ক্ষমতাসীন দলে কিছু দুর্বৃত্ত প্রবেশ করছে। তারা বিএনপি-জামায়াত থেকেও ভয়ংকর। এসব দুর্বৃত্তদের চিহ্নত করে বিচারের আওয়াতায় আনা হবে।

আগামীনিউজ/ইয়াকুব/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে