আগামী ৩ দিনের মধ্যে আমার এলাকার সব নির্বাচনী পোস্টার সরানো হবে এবং এগুলো ডাম্প (ফেলে দেয়া) করা হবে না, রিসাইক্লিং (পুনরায় ব্যবহার) করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক ও সচল ঢাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মেয়র এ কথা বলেন।
সব প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আতিক বলেন, আপনারা কোনো পোস্টার পোড়াবেন না বা ডাস্টবিনে ফেলবেন না। আমরা এসব পোস্টার সংগ্রহ করে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করব।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ঢাকার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা জড়িত। এক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বয় করবেন কিভাবে? এর জবাবে আতিকুল ইসলাম বলেন, নিয়মিত টাউন হল সভার মধ্য দিয়ে সব সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করব।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/এনএ