Dr. Neem on Daraz
Victory Day

কোনো দল ভোটকেন্দ্র পাহারা দিতে পারে না: এইচ টি ইমাম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৫:১২ পিএম
কোনো দল ভোটকেন্দ্র পাহারা দিতে পারে না: এইচ টি ইমাম

আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউই ভোটকেন্দ্র পাহারা দিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের একজন নেতা বলেছেন- ছাত্রলীগ যেন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এ বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, এ কথা মোটেই ঠিক নয়। বরং আমি বলব বিএনপি নেতারা বলছেন তারা কেন্দ্রে পাহারা বসাবেন। কে তাদের এই অধিকার দিল। এটা কি আইনসিদ্ধ, কোনো দলই এটা করতে পারবে না।

নির্বাচন নিয়ে বিএনপি কোনো চক্রান্ত করছে এ ধরনের কোনো তথ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চক্রান্তের কথা বা তথ্যের কথা বলিনি। বিএনপি প্রথম থেকে দুটি কথা বলেছে, সেগুলো হলো- সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না এবং শুরু থেকেই তারা কমিশনকে হেয় করার জন্য তারা চেষ্টা করেছে। আমরা গত দিন বলেছিলাম ২০১৪-১৫ অগ্নি সন্ত্রাসের হোতারা ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের প্রতি কড়া নজর রাখতে হবে, প্রয়োজনে তাদের কাছে থেকে অস্ত্র উদ্ধার করতে হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে থেকে সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর, সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

আগামীনিউজ/এমএস /এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে