Dr. Neem on Daraz
Victory Day

জাপায় জিএম কাদের-চুন্নুর প্রয়োজন নেই: মামুনুর রশিদ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০২:৫৭ পিএম
জাপায় জিএম কাদের-চুন্নুর প্রয়োজন নেই: মামুনুর রশিদ

ঢাকাঃ রওশনপন্থী জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, জাতীয় পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চান না। তাদের জন্য দলের অনেক ক্ষতি হয়েছে। পার্টিকে পুনরায় শক্তিশালী করছেন বলেও জানান তিনি।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

কাজী মামুনুর রশিদ বলেন, বেগম রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা পল্লীমাতাকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব (রওশনপন্থী) বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে।

এরআগে, দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ।

এ সময় তিনি বলেন, অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। কার কত বুকের পাঠা আছে তা আগামীতেই প্রমাণ হবে।

দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন মামুন।
 
এ সময় তার সঙ্গে ছিলেন- রওশনপন্থী জাতীয় পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, নব্বই পরবর্তী জাতীয় ছাত্র সমাজের জনপ্রিয় সভাপতি ও প্রভাবশালী ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা খোরশেদ আলম খোশু, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা, শেখ রুনা, মহানগর জাপা নেতা মাসুম আহমেদ, মুকুল আহমেদ, আবুল হাশেম, মো. আসাদ, জাতীয় ওলামা পার্টির মাওলানা সোহরাব হোসেন।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে