Dr. Neem on Daraz
Victory Day

আজকের টুকরো খবর


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৪:৪৯ পিএম
আজকের টুকরো খবর

ছবিঃ আগামী নিউজ

মাস্ক ছাড়া বাইরে নয়: প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে দেশের জনগণকে স্বাস্থ‌্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় অংশ নেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে। তবে কেউ মাস্ক ছাড়া বাইরে বের হবেন না। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। সভা-সেমিনার-কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে।

কায়রোতে ভবন ধস: নিহত ১৮

মিসরের কায়রোতে শনিবার ১০তলা একটি ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।খবর আরব নিউজের। এর আগের দিন দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহতের শোক কাটিয়ে না ওঠতেই শনিবার ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটল। গেসর সুয়েজ জেলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

শচীনের পর করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার কোভিড-১৯ পজিটিভ হওয়ার একদিন পরই আক্রান্ত হলেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার। এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। শনিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সাবেক এই অলরাউন্ডার।

করোনামুক্ত হলেন রণবীর কাপুর

করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার করোনা আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তার মা নীতু কপুর। তবে এখন তিনি সুস্থ আছেন। করোনামুক্ত হয়েছেন রণবীর, এমনটাই জানিয়েছেন তার কাকা রণধীর কাপুর।রণবীরের কাকা জানিয়েছেন, রণবীর করোনামুক্ত। পুরোপুরি সুস্থ রণবীর। ঠিক আছে ও। আমার সঙ্গে দেখা হয়েছে।”

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে