Dr. Neem on Daraz
Victory Day

শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ‘সবার পাঠশালা’র বই-গাছ বিতরণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, নীলফামারী প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৬:৫৭ পিএম
শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ‘সবার পাঠশালা’র বই-গাছ বিতরণ

নীলফামারীঃ জেলার ডোমার ও ডিমলা উপজেলার ১২ টি বিভিন্ন স্থানে শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ১,৫০০ টি শিশুতোষ বই ও ১,৫০০ টি গাছ বিতরণ করে শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন 'সবার পাঠশালা'।

বৃহস্পতিবার(২১ জুলাই) দুপুরে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা গাছ ও বই বিতরন করে।

‘সবার পাঠশালা’র সেচ্ছাসেবক প্রতিষ্ঠাতা সমন্বয়ক গোপাল রায় বলেন, ‘সবার পাঠশালা' ২০১৭ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের বন্ধু বই আর প্রকৃতির বন্ধু গাছ নিয়ে কাজ করে আসছে। আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় ১০ জন করে টিম তৈরী করে স্থাপন করছি লাইব্রেরী। কোনো শিশুর জন্ম হলে, কারো বিয়ে হলে, কারো জন্মদিন উপলক্ষে, কেউ ভালোকিছু করলে তাদের প্রতি শুভেচ্ছা সরূপ আমরা বৃক্ষ রোপণ ও বিতরণ করি এবং বই উপহার দেই। আশা করা যায় শিক্ষা, সেবা, মানবতা, সামাজিকতাকে ধারণ করে এগিয়ে চলার যে আমাদের প্রয়াস তা অব্যাহত থাকবে।’

গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায় বলেন, ‘বই অমুল্য সম্পদ। বর্তমান পরিস্থিতিতে বই পড়ার বিকল্প নেই। নৈতিকতা বৃদ্ধির জন্য বই পড়া আবশ্যক। গাছ জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে মূখ্য ভুমিকা পালন করে। ভবিষ্যৎ অর্থনীতি সমৃদ্ধ করতে গাছ অত্যন্ত কার্যকর। আমি মনে করি 'সবার পাঠশালা'র এই কার্যক্রম সময়ের চাহিদার একটি সেরা কার্যক্রম। এই কার্যক্রমের অংশ হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। এগিয়ে যাক সবার পাঠশালা।’

'সবার পাঠশালা'র ১,৫০০ টি বই ও ১,৫০০ টি গাছ বিতরণ' অনুষ্ঠানের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায়, বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বকুল রায়, বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভূপতি চন্দ্র রায়, প্রভাষ চন্দ্র রায়, ধনেশ্বর রায় সহ অনেকে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে