Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীর দুই স্টেডিয়ামকে হাসপাতালে রূপান্তরের দাবি


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৩:৫০ পিএম
রাজশাহীর দুই স্টেডিয়ামকে হাসপাতালে রূপান্তরের দাবি

ছবি: আগামী নিউজ

রাজশাহীঃ করোনা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ হিসেবে রাজশাহীর বিভাগীয় শহীদ এএইচএম কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়াম ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফুটবল স্টেডিয়ামকে হাসপাতালে রূপান্তর করার দাবি জানিয়েছেন বাম গনতান্ত্রিক জোটের নেতারা।

বুধবার (২৬ মে) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচিতে এমন দাবি জানান তারা। সংগঠনটির জেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাকসুর সাবেক ভিপি ও জেলা বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক রাগিব আহসান মুন্না। শ্রমিক নেতা হুমায়ুন কবীর জেনুর সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদ জেলা শাখার সভাপতি আলফাজ হোসেন, সিপিবি জেলা সভাপতি এনামুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে সুচিকিৎসার যথেষ্ট ঘাটতি রয়েছে। করোনাকালে সেটি স্পষ্টত দৃশ্যমান হয়েছে। হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ-সিসিইউ। অথচ অযথা পড়ে রয়েছে দুটি স্টেডিয়াম। যেখানে ঠিকমতো কোন টুর্নামেন্টই হয় না।

আন্তর্জাতিক ম্যাচ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত করার ব্যাপারে নেই কোনো উদ্যোগ। তাই পরিত্যক্ত স্টেডিয়াম ফেলে না রেখে সেটিকে হাসপাতালে রূপান্তর করতে হবে। এর ফলে করোনাকালে অন্তত সুচিকিৎসা পেয়ে বাঁচতে পারবে উত্তর জনপদের মানুষ।

এ সময় বাম জোটের নেতারা আরো দুটি দাবি জানান সরকারের কাছে। তাদের বাকি দুই হলো- প্রান্তিক মানুষদের পূর্ণভাবে সরকারী সহায়তার আওতায় নিয়ে আসা এবং রাজশাহী বিভাগের প্রত্যেক মানুষকে এক বছরের মধ্যেই করোনার ভ্যাকসিন প্রদান করা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে