Dr. Neem on Daraz
Victory Day
রানা প্লাজা দুর্ঘটনার আট বছর স্মরণে

শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৩:৪৪ পিএম
শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন

ছবি: আগামী নিউজ

ঢাকা: শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে রানা প্লাজা দুর্ঘটনার আট বছর স্মরণে শনিবার ( ২৪ এপ্রিল) সকালে জুরাইন কবরস্থানে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরে এবং সাভারে রানা প্লাজা’র সামনে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা,  জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল প্রমূখ। এছাড়া শ্রমিক নিরাপত্তা ফোরাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, বিলস্ এবং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ অন্তর্ভূক্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জুরাইন কবরস্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মৃত্যুভয়হীন নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা’সহ রানা প্লাজা দুর্ঘটনায় দায়ী ব্যাক্তিদের দ্রুত বিচার ও হতাহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ ও আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদানের দাবি জানান। এছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরণের জাতীয় মানদন্ড তৈরি করা, পেশাগত রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা  এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপনের দাবি জানান তারা।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে