Dr. Neem on Daraz
Victory Day
৫ শ্রমিকের মৃত্যুর ঘটনায়

দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: তোতন


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৮:০১ পিএম
দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: তোতন

ফাইল ছবি

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৫ শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এস,কে খোদা তোতন।

শনিবার  (১৭ এপ্রিল)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তোতন বলেন, যুগ যুগ ধরে চলা আসা শোষিত নিরীহ শ্রমিক শ্রেণির উপর চলা নির্যাতনেরই একটি অংশ হচ্ছে আজকে চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ শ্রমিকরা তাদের নায্য দাবি আদায় করতে গিয়ে লাশ হতে হয়েছে।

শ্রমিক শ্রেণি যদি কখনো রাজপথে কোন আন্দোলন করতে নামে সেই আন্দোলনটা হচ্ছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত নিজের অধিকার আদায়ের আন্দোলন। 

তারপরেও এই ধরনের নায্য দাবি আদায় করতে গিয়ে লাশ হতে হবে এটা কোন স্বাধীন দেশের আচরণ হতে পারেনা।

তিনি বিবৃতিতে আরও বলেন, আজকের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ আহত শ্রমিকদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে