Dr. Neem on Daraz
Victory Day

৩ দফা দাবিতে ঢাকায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ১১:১৭ এএম
৩ দফা দাবিতে ঢাকায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ফাইল ছবি

ঢাকাঃ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান, বিকল্প ব্যবস্থা ও কর্মসংস্থান ছাড়া রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করা সহ ৩ দফা দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে ১৫ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও সড়ক পরিবহণ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ-স্কপ এর অন্যতম নেতা শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, স্কপ নেতা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে জনার্দন দত্ত নান্টু, মাসুদ পারভেজ, ডা. মনীষা চক্রবর্তী, কিবরিয়া হোসেন, আশরাফ হোসেন, মালেক মনছুর, আব্দুল করিম, মেহেদী হাসান, গোলজার হোসেন, বাবু হাসান, কবির হোসেন, মো: দিদার, শাহেদ আহমেদ প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইব চালক সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

সমাবেশে বক্তাগন বলেন, আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বিগত প্রায় ৬ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চালকদের ও ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করাসহ ৫০ লাখ চালকের ন্যায়সংগত ৩ দফা দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি।

এই আন্দোলন করতে গিয়ে আমাদের সংগ্রাম পরিষদের সদস্য সচিবসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে হামলা, নির্যাতন, মামলার শিকার ও দীর্ঘ কারাবরন করতে হয়েছে। এ সময়কালে দিনাজপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, খুলনা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, সিলেট, গাজীপুর, ঢাকাসহ সারাদেশে ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকেরা প্রশাসনিক হয়রানি, হামলা, নির্যাতন, তোলাবাজি-চাঁদাবাজি মোকাবিলা করে দাবি আদায়ে সোচ্চার আছে।

বক্তাগন বলেন, আপনারা জানেন রোদ, বৃষ্টি,শীত, কুয়াশা উপেক্ষা করে সারাদেশে দিনে রাতে যাত্রী এবং পণ্য পরিবহন করছে রিকশা, ব্যটারি বা যান্ত্রিক রিকশা ও ইজিবাইক চালকেরা। প্রায় ৫০ লাখ মানুষ এই পেশার সাথে যুক্ত। যার মধ্যে প্রায় ৩২ লাখ রিকশা-ভ্যান এবং প্রায় ১৫ লাখ মানুষ ব্যাটারি চালিত যান্ত্রিক যানবাহন রিকশা ও ইজিবাইক চালানোর সাথে যুক্ত।এর বাইরে সারা দেশে প্রায় ৫ লাখ রিকশার গ্যারেজ মালিক, মেস মালিক, ব্যাটারি চার্জার দোকানি, ব্যাটারিচালিত যানবাহনের ম্যাকানিক ও রিকশা-ভ্যান মেকানিক এ পেশায় বা ব্যাবসায় যুক্ত আছেন। গ্রাম থেকে রাজধানী পর্যন্ত এই তিন চাকার যান্ত্রিক যানবাহন এখন মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ। ৫০ লাখ মানুষের আত্বকর্মসংস্থান ও তাদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ২ থেকে ২.৫ কোটি মানুষ। ৫০ লাখ মানুষ দিনে গড়ে ৫০০ টাকা আয় করলে প্রতিদিন ২৫০ কোটি, মাসে ৭৫০০ কোটি, বছরে ৯০ হাজার কোটি টাকা আয় করছে।

এর সাথে রিকশা মেরামত, রিকশার বডি তৈরি, টায়ার-টিউব, পার্টস উৎপাদন ও বিক্রি, ব্যাটারি উৎপাদন ও ব্যবসা, ব্যাটারি চার্জ ও বিদ্যুৎ ব্যবসা, ইজিবাইক আমদানি, বিক্রি ও দেশীয় উৎপাদন, গ্যারেজ নির্মাণ ও ভাড়া, খাবারের ব্যবসাসহ প্রায় ৪১ ধরনের কাজ ও পেশা যুক্ত আছে এই যানবাহন ঘিরে। ৫০ লাখ মানুষের আয় এবং একে ঘিরে বিভিন্ন বিনিয়োগ ও ব্যবসাকে হিসেব করলে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন এর সাথে যুক্ত। যা আমাদের জাতীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। একে অস্বীকার কিংবা উপেক্ষা করা যাবে না।

ফলে এই সেক্টর নিয়ে সরকারের নীতি নির্ধারণী মহলে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে কোন কালকালক্ষেপণ করা যাবে না। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে ৩ দফা প্রস্তাাবনা উপস্থাপন করা হয়েছে, তাকে বিবেচনায় নিয়ে জরুরীভিত্তিতে সরকার একটি ত্রিপক্ষিয় (সরকার, মালিক-শ্রমিক ও বিশেষজ্ঞ) বৈঠক আয়োজন করে দ্রুত সংকট নিরসন করলে এ সেক্টরে নিয়োজিত বিনিয়োগকারী, গ্যারেজ মালিক ও চালক-শ্রমিকদের যেমন অনিশ্চয়তা কাটবে, তেমনিই সড়ক-মহাসড়কেও শৃঙ্খলাও প্রতিষ্ঠা করা যাবে। 

সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব-তোপখানা রোড-পল্টন এলাকা প্রদীক্ষন করে সচিবালয়ে গেইটে গিয়ে শেষ হয়। সেখান থেকে সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও মাসুদ পারভেজ এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সড়ক পরিবহন মন্ত্রানলয়ে মাননীয় মন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব এর নিকট ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপির কপি জমা দেন।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে